আনোয়ারায় দুর্ধর্ষ ডাকাত রহিম পুত্রসহ গ্রেপ্তার অস্ত্র উদ্ধার

1

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় সেনাবাহিনী অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ ডাকাত আব্দুর রহিমকে (৫৫) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। এসময় তার পুত্র ইমরান (২৮) কেও গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার গভীর রাত থেকে দুপুর পর্যন্ত উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তল্লাশি করে দুইটি দেশীয় একনলা বন্দুক, ৪টি চুরি, ২টি দা ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ডাকাত আব্দুর রহিম স্থানীয় মৃত বাবু মিয়ার পুত্র। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, নারী নির্যাতনসহ সাতটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। এর আগে একবার তাকে পুলিশ গ্রেপ্তার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় ডাকাত রহিমের ধারালো অস্ত্রের আঘাতে এক পুলিশ সদস্যের হাত কেটে যায়। গতকাল গ্রেপ্তারকৃত পিতা-পুত্রকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, গ্রেপ্তারকৃত ডাকাত আবদুর রহিম সম্পর্কে কিছুদিন ধরে তদন্ত করে সেনাবাহিনী। পরবর্তীতে তাকে নজরদারিতে রাখা হয়। গত সোমবার রাত আড়াইটার দিকে সেনাবাহিনী তার ঘর ঘিরে ফেলে। অভিযানেরকথা টের পেয়ে আব্দুর রহিম বন্দুক দুইটি গুলি ভর্তি করে বাড়ির পুকুরে লুকিয়ে থাকে, পরে সেনাবাহিনী সেখানে অভিযান চালিয়ে পুকুর থেকে গ্রেপ্তার করে। পরে পুকুরে সেচ দিয়ে অস্ত্র দু’টি উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ডাকাত আব্দুর রহিম ও তার পুত্রের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়া দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।