আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

0

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসস্ত্র ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হাইয়েছ ভর্তি ১০/ ১২ জন ডাকাত পালিয়ে যায়। গত শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ২ টায় উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা-মাস্টারহাট সড়কের মিনু মেম্বারের বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কর্ণফুলী উপজেলার তসলিম (৩৮), মো. নুরু উদ্দিন (৩২), পটিয়া উপজেলার আব্দুর রহিম (৩০) এবং বরগুনা জেলার মো. নয়ন (২২)।
মামলার এজহার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ২ টায় চাতরী চৌমুহনী বাজারে এসআই মোমেন কান্তি দে’র নেতৃত্বে পেট্রল ডিউটি চলাকালীন গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে কৈনপুরা-মাস্টারহাট সড়কের মিনু মেম্বারের বাড়ির সামনে অভিযান চালায়। সিএনজি করে পালিয়ে যাওয়ার সময় চারজনকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কালো রঙ্গের হাইসে থাকা ১০/১২ জন ডাকাত সদস্য পালিয়ে যায়। পরে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, কাটার, লোহার এংগেল, এবং চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, চাতরী ইউনিয়নের কৈনপুরা মাস্টারহাট সড়কের মিনু মেম্বারের বাড়ির সামনে থেকে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।