আনোয়ারায় ‘ট্যাটু সোহেল’ গ্রেপ্তার

1

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা ডাকাতির প্রস্তুতির সময় সোহেল ওরফে ‘ট্যাটু সোহেলকে’ (২৫) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল সকালে উপজেলার চাতরী ইউনিয়নের মহতরপাড়া গ্রামে যৌথবাহিনির অভিযানে তাকে আটক করা হয়।
আটককৃত মো. সোহেল চাতরী মহতরপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় একাধিক ডাকাতি ও ব্যাংক ডাকাতির মামলা রয়েছে।
সেনাবাহিনী সূত্র জানায়, সেনাবাহিনীর টহল চলাকালীন গাড়ি দেখে কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। ওই সময় ধাওয়া করে সোহেলকে আটক করা হয়। পরবর্তীতে জানা যায় তারা ডাকাতির পরিকল্পনা করছিল। আটককৃত ব্যক্তি ডাকাত দলের সক্রিয় সদস্য। সোহেলকে দীর্ঘদিন যাবত পুলিশ খুঁজছে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইরতিজা জানান, একাধিক ডাকাতি মামলার আসামি সোহেলকে আটক করে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।