আনোয়ারা প্রতিনিধি
শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষক দলের কেন্দ্রীয় নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আনোয়ারা উপজেলা কৃষক দলের উদ্দ্যোগে ১ মাস ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বিকালে কর্ণফুলী টানেল সংযোগ সড়ক হতে কালা বিবির দিঘির মোড় পর্যন্ত শতাধিক বনজ ও ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ারা উপজেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন সুমন, উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএন পির আহবায়ক কমিটির সদস্য জাগির আহমদ, আনোয়ারা উপজেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন খান, আনোয়ারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, নুরুল ইসলাম, আবুল হাশেম, উপজেলা কৃষক দলের সদস্য আবদুল কাদের, বৈরাগ ইউনিয়ন কৃষক দল নেতা আবু জাহের, জসিম, বারশত ইউনিয়ন কৃষক দলের আহবায়ক ওমর ফারুক, সদস্য সচিব জাহিদ, রায়পুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহবায়ক সালেক, বরুমছড়া ইউনিয়ন কৃষক দল নেতা শাহাবুদ্দিন, নবী হোসেন, বারখাইন ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোক্তার, সদস্য সচিব জামাল, যু. আহবায়ক মারুফ, চাতরী ইউনিয়ন কৃষক দল নেতা আব্দুর রশিদ কালু প্রমুখ।