আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারায় প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকালে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের তৈলারদ্বীপ বরুমচড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন বাঁশখালীর চাম্বল এলাকার ছৈয়দ নূর (৩৬), বৈলছড়ির নার্গিস আক্তার (৩৬) ও ফখরুদ্দিন (২৬)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তৈলারদ্বীপ এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেট কার ও বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৩ যাত্রী গুরুতর আহত হন। আহতদের প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী জানান, বিকেলে গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।