আনোয়ারা উপজেলা স্টেডিয়ামে গতকাল এক কিশোরী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় আনোয়ারা মডেল গভর্নমেন্ট হাই স্কুল ও খাসখামা গার্লস হাই স্কুল। ওডেব’র প্রধান নির্বাহী অধ্যাপক শ্যামলী মজুমদারের নির্দেশনায় ও দাতা সংস্থা দিয়াকোনিয়ার সহযোগিতায় পরিচালিত উক্ত ফুটবল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওডেব’র জেনারেল কমিটির সদস্য মুহাম্মদ ফয়েজুল আবেদীন, প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক ইমন। বক্তব্য রাখেন জিইএসসিপি সমন্বয়কারী রতন দাশ, মো. ফয়েজুল হাকিম, মাহামুদুল হক, সজল দে, মো. আলাউদ্দীন, অনুপমা সাহা, হাসিনা বেগম, রূপম দে প্রমুখ। খেলায় খাসখামা বালিকা উচ্চবিদ্যালয় ১-০ গোলে আনোয়ারা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজ্ঞপ্তি