আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ শাখার উদ্যোগে উপজেলার কালাবিবির দিঘির মোড়ে ছাত্র সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। এসময় শাখার সভাপতি এম আতিকুর রহমানের সভাপতিত্বে জেলা সাধারণ সম্পাদক এইচ এম বোরহান উদ্দিনের সঞ্চালানয় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের লেকচারার ড. শোয়াইব রশীদ মক্কী, প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ ফয়জুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা সগির আহমদ চৌধুরী।
এসময় অন্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ শাখার সেক্রেটারি এইচ এম রুহুল্লাহ তালুকদার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ সায়মুন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রাশেদ, দাওয়াহ্ সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দিন, প্রকাশনা ও দফতর সম্পাদক এইচ এম এরশাদ উল্লাহ, অর্থ ও কল্যাণ সম্পাদক হাবিবুল্লাহ সাদেকী, বিশ্ববিদয়ালয় সম্পাদক মুহাম্মদ ফয়সাল, কওমী মাদরাসা সম্পাদক আবরারুল হক জাবের, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইসমাঈল উদ্দীন, সহ থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।