২১ মার্চ সন্ধ্যা ৬টায় এ.কে. খান স্মৃতি মিলনায়তন, ফুলকি, চট্টগ্রাম এ আনন্দী সঙ্গীত একাডেমির ৯ম বর্ষপূর্তি উদ্যাপনে সঙ্গীতানুষ্ঠান, আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান ‘সুরের ধারা’ আয়োজন করা হয়েছে।
এ অনুষ্ঠানে উদ্বোধক থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের প্রফেসর ও সঙ্গীত বিভাগের সভাপতি সুকান্ত ভট্টাচার্য।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিএমপি উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, বি.পি.এম., পি.পি.এম (বার)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রেয়াজুল হক।
পরবর্তী সঙ্গীতানুষ্ঠান ‘সুরের ধারা’ তে অংশগ্রহণ করবেন শিল্পী সাইফুল ইসলাম, মশিউল আনোয়ার খান, বিশুতোষ তালুকদার, নারিন নাওয়াল, কুমকুম খায়স্থগীর, রুমি রায় চৌধুরী, শিউলী দাশ (সুমি), সাথী দে, বিভু রঞ্জন ধর, তুষ্টি চৌধুরী, অরুন বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় নোশিন নাওয়াল। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সংগীতানুরাগী, শিল্পী, কলাকুশলী সকলকে উপস্থিত থাকার জন্য সাধারণ সম্পাদক তবলা শিল্পী সুরজিৎ সেন সবাইকে অনুরোধ জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি