হালিশহর থানাধীন আনন্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দিপুর সমাজ কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার ফরিদ। ২৪৪ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বশির আহমেদ কোম্পানি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামসুল ইসলাম পেয়েছেন ১১০ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. দিদারুল আলম। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. গিয়াসউদ্দিন পেয়েছেন ১১২ ভোট।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মো. ইলিয়াস ২৫৮, সহ-সভাপতি পদে মো. এনায়েতুর রহমান ১৭০, সহ সাধারণ সম্পাদক পদে মো. এরশাদ বাপ্পি ২৪৮, অর্থ সম্পাদক পদে আবদুল মান্নান ২০৬, সহ-অর্থ সম্পাদক পদে তানভীর বিন হাসান ১৬২, সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. সাহিদুল আলম বাবুন ২২৪, প্রচার সম্পাদক পদে মো. হারেস ১৮১, কার্যকরী পরিষদের সদস্য পদে যৌথভাবে আসিবুল ইসলাম ও মো. জামাল উদ্দিন ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ফলাফল শেষে প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার ফরিদ বলেন, বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
ফলাফল শেষে বিজয়ী প্রার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন আনন্দিপুরবাসী। এরপর বিজয়ী প্রার্থীদের নিয়ে একটি আনন্দ মিছিল বের হয়। বিজ্ঞপ্তি