আনজুমান ট্রাস্ট’র কার্যনির্বাহী পর্ষদের সভা

1

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার কনফারেন্স হলে গত ২২ সেপ্টেম্বর আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র কার্যকরী পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্ট’র এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আওলাদে রাসূল, পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মাজিআ)। প্রধান অতিথির আসন অলংকৃত করেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মাজিআ)। উপস্থিত ছিলেন আনজুমান কর্মকর্তা ও সদস্যবৃন্দ। সকাল ১১.৩০টায় পবিত্র কোরআন পাক হতে তেলাওয়াতের মাধ্যমে এ সভা শুরু হয়ে বেলা ২.৩০টায় শেষ হয়। সভায় আনজুমান, জামেয়া ও গাউসিয়া কমিটির সার্বিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে হুজুর কেবলা আনজুমান-জামেয়া-গাউসিয়া কমিটি সংশ্লিষ্ট সকলের জন্য, দেশ-জাতিসহ সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন।
আজ সকাল ৮.৩০টায় হুজুর কেবলায়ে আলমগণ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া দরসে নেজামী পরিদর্শন করবেন। এরপর জামেয়ার নবনির্মিত ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবন এবং দরসে নেজামীর নতুন বর্ধিত ভবন শুভ উদ্বোধন করবেন। এতে উপস্থিত থাকবেন আনজুমান ও জামেয়ার কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি