স্পোর্টস ডেস্ক
একদিন আগেই সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের ডাগআউটে শেষ ম্যাচ পরিচালনা করেছেন কার্লো আনচেলত্তি। আবেগঘন বিদায়ের পর ঘণ্টা কয়েকের ব্যবধানে এবার নতুন মিশনে ব্রাজিলে পা রাখলেন এই ইতালিয়ান কোচ।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তার সেলেসাও অধ্যায়।
রোববার রাতে রিও ডি জেনেইরোর গালেয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আনচেলত্তি। এসময় তার মাথায় ছিল ব্রাজিল দলের হলুদ টুপি, যা ভক্তদের মধ্যে দারুণ আলোড়ন তোলে। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত তার যাত্রা বিশেষ ক্যামেরায় ধারণ করা হয়। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তার আগমনের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছে—”স্বাগতম, কার্লো আনচেলত্তি। এখন ব্রাজিলই আপনার ঘর।
আনচেলত্তির ব্রাজিল কোচ হিসেবে অভিষেক হবে ৫ জুন, ইকুয়েডরের বিপক্ষে গুয়ায়াকুইলে, যা হবে বিশ্বকাপ বাছাইপর্বের ১৫তম ম্যাচ। এরপর ১০ জুন, নিও কিমিকা এরেনায় প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল।
ইতোমধ্যেই আনচেলত্তি ৫০ জন খেলোয়াড়ের একটি প্রাথমিক তালিকা জমা দিয়েছেন। সেই তালিকায় রয়েছেন নেইমার এবং ফ্লামেঙ্গোর ছয় জন খেলোয়াড়। আগামী কয়েকদিনের মধ্যেই তিনি এই তালিকা থেকে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন।