লোহাগাড়া প্রতিনিধি
এদেশে মাদরাসা শিক্ষায় শিক্ষার্থীরা শিক্ষিত হয়ে আগামীর বাংলাদেশ গড়তে পারবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সাংসদ সদস্য শাহজাহান চৌধুরী। ২৩ অক্টোবর চট্টগ্রামের লোহাগাড়ায় আধুনগর আখতারিয়া দাখিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী সংসদের আয়োজনে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আগামী দিনে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে হবে। সেই শিক্ষা ব্যবস্থা হবে ইসলামিক এডুকেশন, আইডিলোজিক্যাল এডুকেশন, কুরআনিক এডুকেশন ও হাদিস এডুকেশন। আমরা গবেষণার দিক থেকে অনেক পিছিয়ে আছি।
এডভোকেট ইসহাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আবদুল কাদের নিজামী, ফরিদ আহমদ ও এসএম আবুল বারাকাত আকাশ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। একই দিন কয়েক শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয় সংগঠনটি।











