চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, যারা দেশি-বিদেশি আধিপত্যবাদের দালালি করছে, জনগণ আগামী নির্বাচনে তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। জামায়াতে ইসলামি হলো সত্যিকারের দেশপ্রেমিক শক্তি, যারা ইসলাম ও দেশের স্বার্থে রাজনীতি করে। ইসলাম কেবল একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। আমরা আগামী নির্বাচনে শুধু হেলালীর জয় নয়, ইসলামের বিজয় নিশ্চিত করতে চাই ইনশাআল্লাহ।
২৬ জুন বহদ্দারহাট সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী বলেন, আমরা সস্তা ও সংকীর্ণ রাজনীতিতে বিশ্বাসী নই। জামায়াতে ইসলামি সর্বদা ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে আসছে এবং সেই পথেই আমরা অগ্রসর হচ্ছি।
সভাপতিত্ব করেন বহদ্দারহাট সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের সভাপতি গিয়াস উদ্দীন তালুকদার। উপস্থিত ছিলেন বায়তুলমাল সম্পাদক জাহান উদ্দীন, ৮নং শুলকবহর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহিদুল্লাহ তালুকদার প্রমুখ।
বক্তারা দেশবিরোধী শক্তি ও আধিপত্যবাদীদের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার আহŸান জানান এবং আগামী নির্বাচনে জামায়াতের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি