রাউজান মধ্যম আধার মানিক সার্বজনীন সুরৎসিং বিহারের দায়ক, রাউজান উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সভাপতি বিধান বড়ুয়া কর্তৃক প্রয়াত মাতা-পিতা পরমজ্ঞাতি স্বজনের পারলৌকিক সৎগতি ও সকল প্রাণীর মঙ্গল কামনায় যথার্থ ধর্মীয় মর্যাদায় ধর্মীয় অনুষ্ঠান গত ২২ নভেম্বর সুরৎসিং বিহার মিলনায়তনে সুসম্পন্ন হয়।
কর্মসূচির মধ্যে ছিল, সংঘদান, বুদ্ধমুর্তিদান, আই.পি.এস দান, অষ্টপরিস্কারদান, অন্নপ্রাসন, কর্ণছেদন, বৌভাতা, জ্ঞাতি ভোজ ও ভিক্ষু সংঘের আহার দানানুষ্ঠান, ফুলেল শুভেচ্ছা, সপ্তষী বড়ুয়াকে এন. কার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপসংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মাহস্থবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপসংঘরাজ প্রিয়দর্শী মহাস্থবির। বিশেষ অতিথি ছিলেন শাসনশ্রী মহাস্থবির, ভদন্ত আনন্দ মহাস্থবির, ধর্মবংশ মহাথের, প্রজ্ঞালোক মহাথের, সত্যানন্দ মহাথের, বিপুল সেন থের প্রমূখ।
অন্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন দানশীল ব্যক্তিত্ব সমাজহিতৈষী অনিল বড়ুয়া, আনন্দ বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, প্রধান শিক্ষক তপন বড়ুয়া, সিআর বিধান বড়ুয়া প্রমুখ। বক্তাগণ বলেন, মহামতি ধর্মরাজ বুদ্ধের অহিংসার বাণী বিশ্বশান্তির একমাত্র হাতিয়ার। এতেই শান্তি, এতেই কল্যাণ, এতেই শ্রীবৃদ্ধি। বিজ্ঞপ্তি