আধারমানিকে সুনন্দ মহাথেরো ও সুমেধানন্দ মহাথেরোকে সংবর্ধনা

1

বরেণ্য শিক্ষাবিদ সুনন্দ মহাথেরো বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায় পদে বরিত হওয়ায় এবং তার শিষ্য, প্রজ্ঞাবারিধি অধ‍্যাপক সুমেধানন্দ মহাথেরো বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব নির্বাচিত হওয়ায় গত ১৪ এপ্রিল আধারমানিক কল‍্যাণ বিহারের সকল দায়ক-দায়িকা ও এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষক চন্দন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন আধারমানিক কল‍্যাণ বিহারের অধ‍্যক্ষ শান্তিনগর মহাথেরো। পঞ্চশীল প্রার্থনা করেন উদয়ন বড়ুয়া। বক্তব্য রাখেন বিহার উন্নয়ন কমিটির সভাপতি অমল বড়ুয়া, ডা. উত্তম তালুকদার, শিক্ষক সুপ্রিয় রনজন বড়ুয়া, ভদন্ত শরনান্দ ভিক্ষু প্রমুখ। সংবর্ধিত অতিথি ছিলেন সহ-উপসংঘনায়ক সদ্ধর্মজ্যোতি শিক্ষাবিদ সুনন্দ মহাথেরো ও নবনির্বাচিত মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো। বিজ্ঞপ্তি