বিএস জরিপের ভুল সংশোধনে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। আর এ তথ্য গোপন করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) থেকে বহুতল ভবন করার অনুমতি নিয়ে ৯ তলা ভবন নির্মাণ করেছে একটি চক্র। চক্রটি জৈনক আবুল বশর ও আবুল কাসেমের সম্পত্তি জোরপূর্বক দখলে রেখেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের পার্শ্বস্থ শমসের পাড়ার মেহের আলী তালুকদার বাড়ির আবুল বশর ও আবুল কাসেমের ওয়ারিশরা।
সংবাদ সম্মেলনে মৃত আবুল বশরের ছেলে মো. ইলিয়াস বলেন, আমার বাবা-চাচারা চান্দগাঁও মৌজায় দুই খানি (৮০ শতক) সম্পত্তির মালিক। ওনাদের অসহায়ত্বের সুযোগে সন্ত্রাসী ফরিদ গং এসব জায়গা জোরপূর্বক দখলে রেখেছে। যার কারণে শেষ বয়সে এসে আমার বাবা-চাচা ভিক্ষা করেছেন। বিনা চিকিৎসায় অনাহারে মারা যান দুইজনই। ফরিদ-বাহাদুর জোরপূর্বক জাযগা দখল করে সেখানে ৯ তলা ভবন নির্মাণ করে। দখলদারদের কারণে আজকে আমরা ঝুঁপড়ির মধ্যে মানবেতনর জীবন-যাপন করছি।
সংবাদ সম্মেলনে আবুল বশর ও আবুল কাসেমের ওয়ারিশদের মধ্যে আলী আজগর, মনির হোসেন, সাইদুল ইসলাম, জেসমিন আক্তার, আঞ্জুমান খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।