আদালতে আনা যায়নি সাবেক এমপি বদিকে

1

নিজস্ব প্রতিবেদক

নিরাপত্তার জন্য পুলিশের সহযোগিতা চেয়ে না পাওয়ায় দুদকের মামলায় গতকাল রবিবার আদালতে হাজির করা সম্ভব হয়নি টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে। এ কারণে মামলার সাক্ষ্যগ্রহণও হয়নি। আলোচিত-সমালোচিত সাবেক এই এমপি বর্তমানে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, আব্দুর রহমান বদির বিরুদ্ধে বিশেষ জজ আদালতে বিচারাধীন দুর্নীতির মামলায় গতকাল রবিবার শুনানির দিন ধার্য ছিল। এ দিন ওই মামলায় অন্তত তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করার কথা ছিল। কিন্তু তাকে আদালতে হাজির করতে না পারায় সাক্ষ্যগ্রহণও সম্ভব হয়নি। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামি ১৩ ফেব্রæয়ারি দিন ধার্য করেছেন। এ দিন আদালতে তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এনে রাখার জন্য আবেদন করা হয়। আসামির অনুপস্থিতিতে ওই আবেদনেরও শুনানি হয়নি।
বিশেষ জজ আদালতে নিযুক্ত দুদকের পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু বলেন, ২০০৭ সালে সিএমপির ডবলমুরিং থানায় দায়ের হওয়া মামলায় রবিবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এজন্য মামলার আসামি আবদুর রহমান বদিকে আদালতে হাজিরের জন্য কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপারকে নির্দেশনা দেন আদালত। কিন্তু গাজীপুর পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে পুলিশি দল চেয়ে না পাওয়ায় আসামি আবদুর রহমান বদিকে চট্টগ্রামে পাঠানো তাদের পক্ষে সম্ভব হয়নি। বিষয়টি কাশিমপুর কারাগারের পক্ষ থেকে আদালতকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। একইসাথে মামলার পরবর্তী ধার্য তারিখে আসামিকে হাজির করা হবে বলেও কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আদালতকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ২০ আগস্ট নগরীর পাঁচলাইশ এলাকা থেকে টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র‌্যাব। শুরুতে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রাখা হলেও পরবর্তীতে নিরাপত্তাজনিত কারণে আদালতের আদেশে তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়।