আদালতের নিদের্শনার পরও সর্বস্তরে বাংলা চালু হচ্ছে না

39

গত ১১ মার্চ সন্ধ্যায় নগরের খুলশিতে অনুষ্ঠিত হয় রোটারি ক্লাব অব চিটাগং হিলটাউনের নিয়মিত সভা। সভায় ‘সর্বস্তরে বাংলাভাষা চালু ও একমুখি প্রাথমিক শিক্ষা’ শীর্ষক বিষয়ে অতিথি-বক্তা চট্টগ্রাম গণঅধিকার চর্চাকেন্দ্রের মহাসচিব মশিউর রহমান খান বলেনÑ ‘সর্বস্তরে বাংলার প্রচলন চাই’- মুজিববর্ষে এটি অন্যতম শ্লোগান হোক।’ তিনি বলেন, ‘আদালতের নির্দেশনা থাকার পরও সর্বস্তরে বাংলাভাষা চালুর বিষয়টি কেউ মানছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে।’ ক্লাব সভাপতি দেবদুলাল ভৌমিকের সভাপতিত্বে নিয়মিত এ সভায় বক্তব্য রাখেন ক্লাব সহ-সভাপতি রোটারিয়ান মোহাম্মদ আলমগীর, সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ ইউসুফ, জয়েন্ট ট্রেজেরার রোটারিয়ান জাহাঙ্গীর আলম ভুঁইয়া, ভোকেশনাল সার্ভিস ডিরেক্টর রোটারিয়ান অধ্যাপক প্রদীপ কুমার দাশ, ইয়ুথসার্ভিস ডিরেক্টর রোটারিয়ান অধ্যক্ষ জনার্দন বণিক, সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রোটারিয়ান মোহাম্মদ রবিউল হোসেন, জয়েন্ট সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান আশরাফ উদ্দিন, বোর্ড নির্বাহী সদস্য রোটারিয়ান সন্তোষ কুমার ভৌমিক, সদস্য রোটারিয়ান শাহাদাৎ হোসেন চৌধুরী ও সদস্য রোটারিয়ান নুসরাত জাহান। বিজ্ঞপ্তি