গত ২ নভেম্বর চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম মহানগরী কর্তৃক শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি প্রফেসর মুহাম্মদ নুরুন্নবীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ফেডারেশনের অঞ্চল পরিচালক অধ্যাপক আহছানুল্লাহ ভুঁইয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর, সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. সলিমুল্লাহ, প্রফেসর জসিম উদ্দিন খান, ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ নুর নবী, পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ সভাপতি প্রফেসর ড. শফিউল আলম ভুঁইয়া, কলেজ শিক্ষক পরিষদ সভাপতি অধ্যাপক ফজলুল কাদের, মাদ্রাসা শিক্ষক পরিষদ সভাপতি ড. মাওলানা আব্দুল মোতালিব, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদ সভাপতি মো. নুরুল হুদা, কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদ সভাপতি ইকবাল বাহার চৌধুরী, ইবতেদায়ী শিক্ষক পরিষদ সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম আনসারী। বিজ্ঞপ্তি