আদর্শ নাগরিক তৈরিতে দ্বীনি শিক্ষার বিকল্প নেই

61

চান্দগাঁও থানার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল হুমায়রা (রা:) ফাজিল মহিলা মাদ্রাসার বার্ষিক সভায় উদ্বোধনী বক্তব্যে কাশেম নূর ফাউন্ডেশনের কো চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি হাসান মাহমুদ চৌধুরী বলেছেন, দ্বীনি শিক্ষার মাধ্যমে দেশ প্রেমিক আদর্শ নাগরিক তৈরী করা বর্তমান সময়ে সব চেয়ে বেশী প্রয়োজন। মাদকের ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পেতে এবং অপসংস্কৃতি থেকে সুস্থ সংস্কৃতির দিকে যুব সমাজকে ফিরিয়ে আনতে হলে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জ্ঞান অর্জন করতে হবে। কুরআন এবং সুন্নাহ ভিত্তিক সমাজ পরিচালনা হলে সমাজে অশান্তি ও বিশৃংখলা থাকবে না। গত ১৪ মার্চ সকাল ১০টায় মাদরাসা মাঠে অনুষ্ঠিত বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি ট্যুারিষ্ট পুলিশ চট্টগ্রাম মুহাম্মদ মুসলিম। বিশেষ অতিথি ছিলেন উপ পুলিশ কমিশনার উত্তর বিজয় বসাক। প্রধান ওয়াজেীন ছিলেন মাওলানা নাছির উদ্দিন খাক্বী।
দ্বিতীয় অধিবেশনের প্রধান অতিথি ছিলেন মেয়র প্রার্থী বীল মুক্তিযোদ্ধা এম রেজাউল করীম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ,এডভোকেট আয়ুব খান, আলহাজ্ব নিজাম উদ্দিন, মোজাহেরুল হক চৌধুরী, চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সহ সভাপতি ইউসুফ সিকদার, ফজলে আহাদ ও এনামুল হাসান প্রমুখ। সভার বিশেষ আকর্ষণ ছিল শিক্ষার্থীদের আয়োজনে বিজ্ঞান মেলা। এ মেলায় শিক্ষার্থীদের প্রেরনার জন্য হাসান মাহমুদ চৌধুরী অনুদান প্রদান করেন। এবং তমিজিয়া হেফজখানার ভবনের জন্য দশ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। বার্ষিক সভায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। বিকালে ওয়াজ মাহফিল ও সংস্কৃতি অনুষ্ঠান এবং তাবারুক বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি