‘আত্মশুদ্ধি ও সমাজ সংস্কারের মাধ্যমে প্রকৃত ধর্মের চর্চা হয়’

1

হাজারো আশেকান ও ভক্তদের অংশগ্রহণে গত সোমবার ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে আধ্যাত্মিক পরিবেশে পালিত হলো মাইজভান্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.) এঁর চান্দ্রবার্ষিকী ওরশ শরীফ। গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.)’র আয়োজন ও ব্যবস্থাপনায় আয়োজিত এই ওরশ শরীফের মাহফিল অনুষ্ঠিত হয় দরবার শরীফ সংলগ্ন শাহী ময়দানের পাশে হুজরা শরীফ প্রাঙ্গণে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.) এবং সভাপতিত্ব করেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেম সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী। ওরশ উপলক্ষে সোমবার ভোর থেকে দরবারে খতমে কোরআন, খতমে খাজেগান, খতমে মজমুয়ামে সালাওয়াতে রাসুল (সা.), খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, জিকির-আসকার ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের দারুত তায়ালীম প্রধান শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন ছিদ্দিকী। হযরত এমদাদুল হক মাইজভান্ডারী বলেন, আত্মশুদ্ধি ও সমাজ সংস্কারের মধ্য দিয়েই প্রকৃত ধর্মের চর্চা সম্ভব। মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.)। বিজ্ঞপ্তি