আত্মঘাতী গোলে ম্যানসিটির হোঁচট

1

গত নভেম্বরে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের মাঠে হেরে এসেছিল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠেও দলটির বিপক্ষে সুখের অভিজ্ঞতা হলো না। শনিবার ইতিহাদ স্টেডিয়ামে পয়েন্ট হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্নে বড় ধাক্কা খেলো পেপ গার্দিওলার দল। আত্মঘাতী গোলে এদিন জয় হাতছাড়া হয়েছে তাদের। ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে। এই ড্রয়ে ২৯ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলে আপাতত পঞ্চম স্থানেই আছে ম্যানসিটি। এক পয়েন্ট পেছনে থেকে সাতে ব্রাইটন।