আট শহীদ স্মরণে বাকলিয়া সরকারি কলেজে শোকর‌্যালি

91

২০০০ সালে সংগঠিত ১২ জুলাই নির্মমভাবে জামাত শিবির ক্যাডার কর্তৃক ব্রাশফায়ারে হত্যাকান্ডের শিকার ৮ শহীদের স্মরণে বাকলিয়া সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি ফাহিম জিয়া ও সাধারণ সম্পাদক এম এম মোহাইমিনুন এর পরিচালনায় সম্প্রতি শোকর‌্যালি ও ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত শোকর‌্যালি কলেজ চত্বর থেকে শুরু হয়ে বহাদ্দারহাট চত্বরে এসে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন বাকলিয়া থানা আওয়ামী লীগের সদস্য এস.এম মোক্তার হোসেন লিটন ও মহানগর ছাত্রলীগের উপ-আইন সম্পাদক মুনীর উদ্দিন চৌধুরী। ছাত্রসমাবেশে উপস্থিত ছিলেন মহানগর তাঁতীলীগের সিনিয়র সদস্য রিয়াজ উদ্দিন, বাহা উদ্দীন মানিক, বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা শাকিল আরিফ, মোহাম্মদ ইউনুস, বাকলিয়া সরকারী কলেজ ছাত্রলীগ এর সাবেক সহ সভাপতি রিজবী আহমেদ ও রাশেদ খান, কলেজ ছাত্র সংসদের জি.এস আব্দুর রাজ্জাক শুভ, এ জি এস টিপু দত্ত, সম্পাদক মন্ডলীর সদস্য মুশফিকুর রহমান সানজীব, হারুনুুর রশীদ মুন্না, সৈকত বড়ুয়া, রিদোয়ানুল হক জামি, ইনতেকাব সায়েম, মহিউদ্দিন লাভলু, মাহির আবরার সাজিদ, মোহাম্মদ মোরশেদ, তানভীর, নান্নু, ফরিদুল আলম মাহী, রুবেল, আসিফ প্রমুখ। বিজ্ঞপ্তি