নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের মিরসরাই ও জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া পৃথক আটটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে। গতকাল বুধবার সকালে পুলিশের দাখিল করা তিনটি আবেদনের ওপর আলাদাভাবে শুনানি শেষে তিনজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে গ্রেপ্তার আদেশ দিয়েছেন।
আদালতে দায়িত্বরত জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) হাবিবুর রহমান জানান, অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে মিরসরাই ও জোরারগঞ্জ থানার আটটি মামলায় গ্রেপ্তার বা শ্যোন এ্যারেস্ট দেখানোর আবেদন করে পুলিশ। এর মধ্যে পাঁচটি মামলায় মোশাররফকে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি হয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক সানির আদালতে। দুটি মামলার শুনানি হয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিনের আদালতে এবং অপর একটি মামলার শুনানি হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালতে। শুনানি শেষে আদালতগুলো তাকে পৃথক আট মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
আদালতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানির জন্য বুধবার সকালে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে কঠোর নিরাপত্তায় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালতে মোশাররফ হোসেনের পক্ষে নিযুক্ত আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। জামিন আবেদন নামঞ্জুর করে আদালতের আদেশের পর তাকে ফের কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকার পতনের পর ২৭ অক্টোবর ঢাকা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে।