মিয়ানমারে চলমান সংঘাতের ফলে রাখাইনের টাউনশিপ মংডু আরাকান আর্মির দখলের পর অচল হয়ে পড়েছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম। মূলত সীমান্তে নৌপথে আরাকান আর্মির প্রতিবন্ধকতায় স্থলবন্দরে পণ্যবাহী ট্রলার আসছে না বলে দাবি সংশ্লিষ্টদের। সর্বশেষ দেড় মাস পর গত বৃহস্পতিবার মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনায় পণ্যবাহী তিনটি কার্গো বোট আটকে রেখেছে সংগঠনটি। এসব বোটে ৫০ হাজার বস্তা পণ্য রয়েছে। তিন দিন অতিবাহিত হয়ে গেলেও গতকাল রোববার বিকাল পর্যন্ত পণ্যবাহী কার্গো তিনটি মংডু খায়ুংখালী খালে আরাকান আর্মির হেফাজতে ছিল। খবর বাংলা ট্রিবিউনের।
এ বিষয়ে টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন, এখনও পণ্যবাহী কার্গোগুলো ছেড়ে দেয়নি আরাকান আর্মি। এ ঘটনার পর থেকে ব্যবসায়ীরা আতঙ্কের মধ্য রয়েছেন। কেননা, এর আগে থেকে সে দেশের সংঘাতের কারণে ব্যবসায়ীরাদের পণ্য আসা কমেছিল। তবে এই সমস্য সমাধানে সরকারের এগিয়ে আসা উচিত। অন্যথায় টেকনাফ থেকে মুখ ফিরিয়ে নেবেন ব্যবসায়ীরা।
এদিকে, মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে গত বছরের ৮ ডিসেম্বর রাখাইন রাজ্যে মংডু টাউনশিপ আরাকান আর্মির দখলে নেয়। এরপর থেকে কোনও পণ্যবাহী জাহাজ বন্দরে আসেনি। সর্বশেষ মিয়ানমার থেকে ৩ ডিসেম্বর টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী জাহাজ এসেছিল।
এ বিষয়ে টেকনাফ স্থলবন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, পণ্যবাহী কার্গোগুলো এখনও আরাকান আর্মির হেফাজতে রয়েছে। আশা করি খুব দ্রæত এটির সমাধান হবে। সেখানে প্রায় ৩০-৪০ কোটি টাকার মালামাল রয়েছে। যেখান থেকে বিপুল পরিমাণ রাজস্ব পাবে সরকার।
মিয়ানমারে ২৭১ কিলোমিটার সীমান্ত আরাকান আর্মি দখলের নেওয়ার পর থেকে ভয়ভীতিতে ছিল সীমান্ত ব্যবসায়ীরা। আরাকান আর্মি নিজেদের রাষ্ট্র ঘোষণা করে বাণিজ্যে ভাগ বসানোর চেষ্টায় ছিল তখন থেকে। তারই অংশ হিসেবে গত ১৬ জানুয়ারি টেকনাফ স্থলবন্দরে আসার পথে পণ্যবাহী কার্গোগুলো আটক করেছে বলে জানিয়েছেন স্থলবন্দরের এক ব্যবসায়ী।
যেহেতু তাদের জলসীমা হয়ে বাংলাদেশে পণ্যবাহী ট্রলার আসছে সেই সুযোগই কাজে লাগাতে চাচ্ছে আরাকান আর্মি। এমনটা জানিয়ে কক্সবাজার চেম্বার অব কর্মাসের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, আরাকান আর্মি এখন সীমান্ত বাণিজ্যে ভাগ বসাতে চায়। তার কারণে পণ্যবাহী ট্রলারগুলা আটক রেখেছে। কমিশন (টাকা) পেলে ছেড়ে দেবে। কারণ, এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। ইতোমধ্যে তাদের (আরাকান আর্মি) পারমিট নিয়ে ট্রলার আসছে। তাই দুই দেশের স্বার্থে সেখানকার ব্যবসায়ীদের উচিত তাদের সঙ্গে বসে এটার স্থায়ী সমাধান করা। অন্যথায় সীমান্তে বাণিজ্যে ব্যাপক প্রভাব ফেলবে।