আজ মহানগর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান

79

আজ ২৬ অক্টোবর শনিবার মোমিনরোডস্থ চট্টগ্রাম মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহারের উদ্যোগে নগরীর জে.এম.সেন হল প্রাঙ্গণে দানোত্তম শুভ কঠিন চীবর দান এবং ভদন্ত বজিরানন্দ থেরকে মহাথের অভিধা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সকাল ৯ টায় প্রথম পর্বে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের’র সভাপতিত্বে অষ্টপরিস্কার সহ মহতী সংঘদান ও ধর্মসভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিবিদ পুষ্পেন্দু বড়ুয়া। প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত বোধিমিত্র মহাথের। ২য় পর্বে বেলা ২.৩০ মিনিটে দানোত্তম শুভ কঠিন চীবর দান ও ভদন্ত বজিরানন্দ থেরকে মহাথের বরণ অনুষ্ঠান। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য উপ-সংঘনায়ক, প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের’র সভাপতিত্বে এতে আর্শিবাদক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৮তম সংঘনায়ক, একুশে পদক প্রাপ্ত ধর্মাপতি শুদ্ধানন্দ মহাথের। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উর্দ্ধতন সহ-সভাপতি সদ্ধর্মরত্ন ভদন্ত জ্ঞানানন্দ মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী চট্টলরত্ন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন মহামনোকামনা পূর্ণ বিশ্বশান্তি বুদ্ধ ধাতুজাদির প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত উককটঠ্ পঞ্ঞা থের। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ড. প্রণব কুমার বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্তভূষণ বড়ুয়া, ২১নং জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, বিশিষ্ট সমাজ সেবক, সাবেক ছাত্রনেতা ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু। সন্ধ্যায় নিপেন্দ্র লাল বড়ুয়া ও নির্দশন বড়ুয়ার পরিচালনায় বৌদ্ধ ধর্মীয় নাটক “রাজা শম্ভু মিত্র” অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি