পূর্বদেশ ডেস্ক
নতুন বছরের প্রথম দিন আজ পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন প্রকাশ করবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এছাড়া আজ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশ বা এমপিও, অবসর ও কল্যাণ সুবিধা ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেমে বা ইএফটিতে বিতরণও উদ্বোধন হতে যাচ্ছে। রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকালে এসব কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।
গতকাল মঙ্গলবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম। খবর বিডিনিউজের।
বছরের প্রথম দিন এবার প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বড় একটি অংশের হাতে নতুন কোনো পাঠ্যবই পৌঁছাচ্ছে না। এজন্য অপেক্ষায় থাকতে হবে ২০ জানুয়ারি পর্যন্ত। স্কুলগুলোতে বই পৌঁছাতে দেরি হওয়ার কারণেই এই তিন শ্রেণির ২৮ শতাংশ শিক্ষার্থীদের অপেক্ষা অন্যদের চেয়ে বাড়বে।
প্রাথমিকের অন্য শ্রেণির মধ্যে প্রাক-প্রাথমিক, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বই হাতে পাবেন আরও কয়েকদিন পর। আর মাধ্যমিকের শিক্ষার্থীরা জানুয়ারির শুরুতে কিছু বিষয়ের বই পাবেন। এনসিটিবির কর্মকর্তারা বলছেন, এদের মধ্যে দশম শ্রেণির শিক্ষার্থীদের বই পৌঁছাবে জানুয়ারির প্রথম সপ্তাহে।
এমন বাস্তবতায় এবার বছরের প্রথম দিনই সব পাঠ্যবইয়ের সফট কপি অনলাইনে প্রকাশ করবে এনসিটিবি। এছাড়া প্রতিবারের মত এবার বই উৎসব হচ্ছে না।
চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন, ১ জানুয়ারি আমরা সব শ্রেণির পরিমার্জিত ৪১১টি বইয়ের সফট কপি অনলাইনে প্রকাশ করব।
আমরা আশা করছি দশম শ্রেণির বইগুলো ৫ জানুয়ারির মধ্যে সব উপজেলার শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে পারব। ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের কিছু বই আমরা জানুয়ারির প্রথমাংশে তাদের হাতে পৌঁছে দিতে চাচ্ছি। এসব শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিতের বই ১০ জানুয়ারির মধ্যে সব উপজেলায় পৌঁছে যাবে বলে আশা করছি। তিনি আরও বলেছেন ১০ জানুয়ারির মধ্যে সব উপজেলার প্রাক-প্রাথমিক, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনায় কাজ চলছে। আর সব শ্রেণির অন্যান্য সব বই চলে যাবে ২০ জানুয়ারির মধ্যে।