আজ দায়িত্ব নিচ্ছেন মেয়র ডা. শাহাদাত

2

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সিটি করপোরেশন। গতকাল সোমবার চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানা হয়েছে।
প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, গত রবিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন ডা. শাহাদাত হোসেন। শপথ গ্রহণের পর থেকে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারে বসবেন। নতুন মেয়রকে বরণ করতে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।
চিঠিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে মেয়র চট্টগ্রামে ফিরবেন। রেলওয়ে স্টেশনে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে সংবর্ধনা দেবেন। এরপর তিনি হজরত শাহ আমানত (রহ.) ও বদর আউলিয়া (রহ.) মাজার জিয়ারত করবেন। বিকালে লালদিঘী পাড়ের চসিক লাইব্রেরি ভবনের সম্মেলন কক্ষে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেবেন। এরপর সংবাদ সম্মেলনে করবেন। সন্ধ্যায় টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করবেন। এরপর চসিক মেয়রের চেয়ারে বসবেন ডা. শাহাদাত হোসেন। গ্রহণ করবেন দায়িত্বভার।
এর আগে গত রবিবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডা. শাহাদাত হোসেনকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। শপথ গ্রহণ শেষে চসিক মেয়র বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, ১৯৬৬ সালের ২ জুন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হরলা গ্রামে জন্মগ্রহণ করেন শাহাদাত হোসেন। ছাত্রদলের মধ্য দিয়ে রাজনীতিতে যুক্ত হওয়া বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও ভ‚মিকা রাখেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। এমবিবিএস পাস করার পর ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) রাজনীতিতে সক্রিয় হন। চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও পরে সভাপতি ছিলেন তিনি। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদকও করা হয়েছিল তাকে। তিনি নগর বিএনপির একাধারে সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করার পর সর্বশেষ আহব্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের করা মামলায় গত ১ অক্টোবর চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নির্বাচনি ট্রাইব্যুনাল মোহাম্মদ খাইরুল আমীনের আদালত তাকে মেয়র ঘোষণা করে রায় দেন। একইসঙ্গে ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশন সচিবকে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেন।
২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের ওই নির্বাচনের ঘোষিত ফলাফল অনুযায়ী তিন লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পাওয়ায় নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়। ঘোষণা অনুসারে, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ৫২ হাজার ৪৮৯ ভোট। এরপর ভোটে কারচুপির অভিযোগে মামলা করেন।