আজ থেকে শুরু সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা

161

আজ থেকে শুরু হচ্ছে নগরীর ৯টি সরকারি স্কুলের ভর্তি পরীক্ষা। গত রোববার এ উপলক্ষে চূড়ান্ত সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আমিরুল কায়ছারের সই করা চ‚ড়ান্ত সময়সূচি অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে ৯টি কেন্দ্রে ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা বুধবার (১৯ ডিসেম্বর) এবং ‘গ’ গ্রুপের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সকাল-বিকেল দুই শিফটে অনুষ্ঠেয় এবারের ভর্তি পরীক্ষায় প্রতিটি গ্রুপের ৫ম ও ৮ম শ্রেণির ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে ২ হাজার ২শ জন, মুসলিম হাই স্কুলে ১ হাজার ১৬৯জন, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে (বালক শাখা) ১ হাজার ২৯০জন, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ৮শ জন, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ১শ জন, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজে ৮শ ২৭জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া কথা রয়েছে। একইভাবে ৮ম শ্রেণিতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯শ ৮৩জন পরীক্ষার্থী অংশ নিবেন। এছাড়াও বিকাল ২ টা থেকে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ৫শ জন ও বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫শ ৪৬জন পরীক্ষায় অংশ নিবেন।