আজ থেকে মাঠে নামছে বিএনপি

4

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গুরুত্বপূর্ণ চারটি ইস্যুতে দেশব্যাপী টানা রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে। নিত্য-প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রæত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলা; এই চারটি মূল দাবিসহ ভিন্ন জনদাবিতে দলের ৬৭টি সাংগঠনিক জেলায় পর্যায়ক্রমে সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি।
আজ থেকে ২৫ ফেব্রæয়ারি পর্যন্ত ৬৭ সাংগঠনিক জেলায় ধারাবাহিকভাবে বিএনপি’র এ সমাবেশ কর্মসূচি চলবে। সমাবেশে যোগ দিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যানসহ সিনিয়র নেতারা তৃণমূলে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার বিএনপির সিনিয়র তিনজন নেতার সঙ্গে আলাপকালে তারা বার্তা সংস্থা বাসসকে জানান, দলের সাংগঠনিক জেলায় টানা এ সমাবেশ কর্মসূচি পালনে মূল চারটি ইস্যুকে নির্ধারণ করা হলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিকে ‘মূল ফোকাস’ হিসেবে রাখা হবে।
এর কারণ হিসেবে নেতারা যে যুক্তি তুলে ধরেছেন তা হলো- সোমবার রাজধানীর যমুনায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
বিএনপি’র নেতারা জানান, প্রধান উপদেষ্টার এমন আশ্বাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ নেতারা আশ্বস্ত হয়েছেন। তবে এরপরেও নির্বাচন ইস্যুতে শঙ্কা কাটেনি। কারণ, বিএনপি মনে করছে, নির্বাচন আয়োজনে সরকার আন্তরিক হলেও বিভিন্ন মহল থেকে নানা ধরনের বাধা আসতে পারে। নির্বাচনকে প্রলম্বিত করার ষড়যন্ত্র হতে পারে। ফলে এ জেলা সমাবেশগুলোতে নির্বাচনের দাবি আরও জোরালো করা হবে।
সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমাবেশের দিনক্ষণ ও কেন্দ্রীয় নেতারা কে কোন জেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন, সেই তালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি বিএনপির কেন্দ্র থেকে প্রতিটি কর্মসূচি ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে সর্বাত্মকভাবে সফল করার নির্দেশনাও দেওয়া হয়েছে। রমজান শুরু হওয়ার আগে এ কর্মসূচি সমাপ্ত হবে।