আজ জমে উঠেছে শেষ চারে ওঠার লড়াই

63

জমে উঠেছে শেষ চারে ওঠার লড়াই। রবিবার বিপিএলে কোনও ম্যাচ ছিল না। আজ সোমবার দুপুর দেড়টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইটানস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সন্ধ্যা সাড়ে ছয়টায় বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের প্রতিপক্ষ টুর্নামেন্টের সফলতম দল ঢাকা ডায়নামাইটস। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।
গত আসরের ফাইনালে ক্রিস গেইলের দুর্দান্ত সেঞ্চুরিতে (৬৯ বলে অপরাজিত ১৪৬) রংপুর বিধ্বস্ত করেছিল ঢাকাকে। এবার প্রথম দেখায় ঢাকা জিতেছে মাত্র ২ রানে। আজ সোমবার ফিরতি লড়াই তাই রংপুরের জন্য প্রতিশোধের ম্যাচ। শেষ চারের পথে এগিয়ে যেতে দু দলের জন্যই ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। বিপিএলের পয়েন্ট টেবিলের দিকে তাকালেই তা বোঝা যাবে। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে চিটাগং ভাইকিংস। ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের সংগ্রহ ১০ পয়েন্ট করে। তবে ঢাকা ও কুমিল্লা ৮, রংপুর ৯ এবং রাজশাহী খেলেছে ১০টি ম্যাচ।
টুর্নামেন্টের শুরু থেকে মসৃণ গতিতে এগিয়ে চলা ঢাকা সর্বশেষ দুই ম্যাচ হেরে বেশ অস্বস্তিতে। সোমবার তাই জিততে মরিয়া তিনবারের চ্যাম্পিয়নরা। ঢাকার পেসার রুবেল হোসেন বলেছেন, ‘আমরা আগের দুটি ম্যাচ হেরেছি। আশা করি কাল ঘুরে দাঁড়াতে পারবো, রংপুরকে হারিয়ে শীর্ষস্থান ফিরে পাবো। দুই দলই শক্তিশালী, তাই কাল ভালো একটা ম্যাচ হবে।’
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিং-স্বর্গ উইকেট নিয়ে রুবেলের মন্তব্য, ‘চট্টগ্রামে রান করা অনেক সহজ। বোলারদের পক্ষে ভালো পারফর্ম করা বেশ কঠিন। আসলে এখানে বুদ্ধি খাটিয়ে বল করতে হয়।’
এবারের বিপিএলে শুরুটা ভালো হয়নি রংপুরের। প্রথম ৬ ম্যাচের চারটিতেই হেরে বেশ চাপের মধ্যে পড়ে যায় চ্যাম্পিয়নরা। তবে পরের তিন ম্যাচ টানা জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মাশরাফির দল। গেইল-ডি ভিলিয়ার্স-হেলস-রোসোকে নিয়ে দুর্দান্ত ব্যাটিং লাইন-আপ রংপুরের। চার বিদেশির জন্যই এবার ওপরের দিকে ব্যাট করার সুযোগ পাচ্ছেন না মিঠুন। তাতে অবশ্য তার মনে আক্ষেপ নেই, ‘আমাদের চার বিদেশিই টপ অর্ডারে ব্যাট করে। ব্যাটিং কম্বিনেশন ঠিক রাখতে নিচে ব্যাট করতে হচ্ছে আমাকে।
যখন নামছি, তখন হয়তো ৪/৫ ওভার বাকি। তখন তো আর ফিফটি করার সুযোগ নেই। তবে ২০০ স্ট্রাইক রেটে রান করতে পারলে সেটা দলের কাজে আসবেই।’