হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদ বরকল বরমা ইউনিয়ন শাখার উদ্যোগ ১৪৪৭ হিজরি বর্ষবরণ উপলক্ষে সর্বশেষ প্রস্তুতি সভা ২৬ জুন বিকাল ৩টায় মৌলভী বাজার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি কমিটির আহবায়ক মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদেরীর সভাপতিত্বে বক্তব্য দেন সদস্য সচিব হাজী ফেরদৌস আলম, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা গোলাম মহিউদ্দিন, আব্দুল মতিন, মাহবুবুল করিম সোহেল, মাজহার হেলাল, আব্দুল মুবিন, যুবনেতা রশিদ আহমদ, মহি উদ্দীন, ছাত্রনেতা কুতুব উদ্দীন, শফিকুল ইসলাম। সভায় আজ ২৭ জুন বিকাল ৩টায় চন্দনাইশ মৌলভী বাজারস্থ মোস্তফা কনভেনশন হলে অনুষ্ঠেয় ১৪৪৭ হিজরি বর্ষবরণ, শোহাদায়ে কারবালা স্মরণে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বিভিন্ন উপকমিটির কার্যক্রম পর্যালোচনা করে সভাপতি সন্তোষ প্রকাশ করেন।
সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন কাদেরী বক্তব্যে বলেন, অপসংস্কৃতির করাল গ্রাসে যুবসমাজ বিপদগ্রস্ত হচ্ছে। ইসলামী সংস্কৃতি পাপাচার অনাচার থেকে রক্ষা করে। হিজরি নববর্ষ উদযাপন করে ইসলামী কৃষ্টি-সভ্যতা ছড়িয়ে দিতে হবে। অপসংস্কৃতি রোধে সুষ্ঠু ধারার ইসলামী সংস্কৃতি চর্চা জরুরী। তিনি আজ হিজরি নববর্ষ বরণ অনুষ্ঠান সফল করতে সবার প্রতি আহŸান জানান। উল্লেখ্য, আজ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। বিজ্ঞপ্তি