আজ চট্টগ্রামে আসছেন সৈয়্যদ সাবির শাহ্ ও সৈয়্যদ কাসেম শাহ্

3

আগামী ১২ রবিউল আউয়াল, ১৬ সেপ্টেম্বর বিশ্বের সর্ববৃহৎ জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দরূদ)-তে নেতৃত্ব দিতে আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রামে আসছেন আওলাদে রাসূল, পীরে বাঙ্গাল, হুজুর কেবলা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মাজিআ)। তাঁর সাথে আরও আছেন আওলাদে রাসূল, সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মাজিআ)। তাঁদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন আনজুমান ট্রাস্ট নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এর আগে বিগত ১২ সেপ্টেম্বর রাতে তাঁরা ঢাকায় আসেন এবং গত শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দরূদ)-তে নেতৃত্ব দেন পীর সাবির শাহ (মাজিআ), প্রধান মেহমান ছিলেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মাজিআ)।
আজ শনিবার বাদ মাগরিব চট্টগ্রাম ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ময়দানে পবিত্র গেয়ারভী শরীফে সভাপতিত্ব করবেন পীর সাবির শাহ্ (মাজিআ), প্রধান অতিথি থাকবেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্। আল্লাহ-রাসূল ও হযরাতে মাশায়েখ কেরামের সন্তুষ্টি অর্জনের লক্ষে ১২ রবিউল আউয়ালের জশ্নে জুলুছে ও পবিত্র গেয়ারভী শরীফে অংশগ্রহণের জন্য কেন্দ্রীয় আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন ও সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন উম্মতে মুহাম্মাদী ও সিলসিলার আশেকবৃন্দকে আহবান জানিয়েছেন। বিজ্ঞপ্তি