আজ আলহাজ¦ মীর আহমদ সওদাগরের প্রথম মৃত্যুবার্ষিকী

1

আজ ২৭ জানুয়ারি খলিল-মীর কলেজ, জিরি খলিল-মীর আদর্শ উচ্চ বিদ্যালয় এবং জিরি হাজী মীর আহমদ সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী-দানবীর, মীর গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মীর আহমদ সওদাগর এর প্রথম মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন একজন প্রচারবিমূখ আলোকিত সমাজসেবক। তাঁর জীবনে তাঁর ব্যক্তিগত ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি দেশের স্বনামধন্য ব্যাংক আল্-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমূহে ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে সকাল ৮টায় সকল প্রতিষ্ঠানে খতমে কোরআন এবং দোয়া মাহফিল আয়োজন। সকাল সাড়ে ৯টায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কমর্চারী ও শিক্ষার্থীদের নিয়ে তাঁর কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং কবর জিয়ারত ও ফাতেহা পাঠ। এ উপলক্ষে খলিল-মীর শিক্ষা পরিবারের উদ্যোগে পটিয়ার জিরি খলিল-মীর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল ১০টায় এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি থাকবেন খলিল-মীর শিক্ষা পরিবারের অন্যতম অভিভাবক, কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন সাউদার্ন ইউনিভার্সিটি এর উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান, সাউদার্ন ইউনিভার্সিটি ট্রাস্ট’র সদস্য সচিব প্রফেসর সরওয়ার জাহান, মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল, চট্টগ্রামের চেয়ারম্যান ও ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামের উপাচার্য অধ্যাপক ডা. জাহিদ হোসেন শরীফ এবং মেরিন সিটি মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সৈয়দ সাইফুল ইসলাম। বিজ্ঞপ্তি