আজিজুর রহমান হোমিও কলেজে ইন্টার্নি কোর্স উদ্বোধন

281

আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ১৭তম ইন্টার্নি কোর্সের উদ্বোধন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. ফেরদৌসী বেগমের সভাপতিত্বে ১৯ অক্টোবর শনিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সাবেক চট্টগ্রাম বিভাগীয় সরকার প্রতিনিধি ও মাসিক হোমিও চেতনা পত্রিকার সম্পাদক আলহাজ্ব ডা. সালেহ আহমেদ সুলেমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দক্ষ চিকিৎসকের অধ্যবসায়ের বিকল্প নেই। সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ এসকান্দরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ ডা. মোহাম্মদ ওমর ফারুক, অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য্য, অধ্যাপক ডা. গিয়াস উদ্দিন আহম্মদ মঞ্জু, অধ্যাপিকা ডা. আয়েশা বেগম, প্রভাষক ডা. মুহাম্মদ আলাউদ্দিন, প্রভাষক ডা. আব্দুল জলিল, শিক্ষ ডা. হাসান সাইফুর রহমান ডা. মুহিউদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি