আজারকে নিয়ে বেলজিয়ামের উৎকণ্ঠা

13

চোট আর এদেন আজার যেন একে অন্যের পরিপূরক হয়ে উঠেছে। একটি চোট কাটিয়ে ওঠার কিছুদিন পরই পড়ছেন নতুন চোটে। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের একের পর এক চোটে উদ্বিগ্ন বেলজিয়াম জাতীয় দলের চিকিৎসক ক্রিসতফ সাস। মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, আট বছর চেলসিতে থাকাকালীন আজার খেলতে পারেননি কেবল ২০ ম্যাচে। সেখানে রিয়ালে দেড় বছরেই ৪৩ ম্যাচে তাকে পায়নি দলটি। সংখ্যাটা সামনে আরও বাড়তে যাচ্ছে।
বুধবার তার বাম পায়ের মাংশপেশিতে চোটের কথা জানায় লা লিগা চ্যাম্পিয়নরা। স্প্যানিশ গণমাধ্যমের খবর, অনুশীলনের সময় পাওয়া এই চোট থেকে ফুটবলারের সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে।