হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারীতে আজব নুর বেগম ফাউন্ডেশন মেধাবৃত্তি-২৫ এর উদ্যোগে যৌতুক, মাদক, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যং বিরোধী কনফারেন্স এবং আজব নুর বেগম ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ জানুয়ারি হাটহাজারী বাসস্টেশনস্থ আল জামান হোটেল হলরুমে উদ্বোধক ডা. লায়ন হাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন চবি’র প্রফেসর ড. মোরশেদ আলম। এতে প্রধান আলোচক ছিলেন আরিফুল ইসলাম চৌধুরী আজম। প্রধান বক্তা ছিলেন পুলিশ পরিদর্শক আবদুল মতিন চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি মোহাম্মদ আজিজুল মাদানি, ইঞ্জিনিয়ার আজিজুল মুবিন, মাওলানা গোলাম রাব্বানী। সংবর্ধিত অতিথি উপস্থিত ছিলেন নুরুল ইসলাম রাশেদ, ছৈয়দ ফাহিম উল্লাহ, সোহেল রানা, রাশেদ রুবেল, মোহাম্মদ রহিম বাদশা, মুবিন চৌধুরী, রিপা আকতার, রেখা আকতার, মিফতাহুল জান্নাত ও শাহীন রেজা। সভায় বক্তারা বলেন, তরুণরা হচ্ছে আগামী প্রজন্মের কাÐারি। তাদের হাত ধরে দেশে এগিয়ে যাবে। তরুণরা পারবে সমাজকে যৌতুক, মাদক, কিশোর গ্যাং মুক্ত করতে। তাই তরুণদের ঐক্যবদ্ধ হয়ে সমাজ বিনির্মাণে কাজ করতে হবে।