আছদগঞ্জ থেকে আ.লীগ নেতা মুন্না গ্রেপ্তার

1

মাস দুয়েক আগে নগরীতে সরকারবিরোধী মিছিলে অংশ নেওয়ার অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর আছদগঞ্জ এলাকা থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সামছুদ্দিন ছিদ্দিকী ওরফে মুন্না (৪৫) বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য।
কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বলেন, গত ২৪ এপ্রিল মুন্নাসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ,আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সিআরবি এলাকায় সরকার বিরোধী মিছিল করেছিলেন। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে কোতোয়ালী থানায় হওয়া মামলায় মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।