আঙুলে চোট, পিএসএল না খেলেই দেশে ফিরছেন লিটন

1

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের জন্য সিলভার ক্যাটাগরি থেকে লিটন দাসকে দলে নিয়েছিল করাচি কিংস। বিসিবি থেকেও পুরো টুর্নামেন্টে অংশ নেওয়ার ছাড়পত্র পেয়েছিলেন এই ডানহাতি ব্যাটার। সে অনুযায়ী পাকিস্তানে গিয়ে দলের সঙ্গে যোগ দেন লিটন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, অনুশীলনের সময় আঙুলে চোট পান তিনি। পরে স্ক্যান করে জানা যায়, আঙুলে চিড় ধরেছে। ফলে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। এ কারণে এবারের পিএসএলে আর খেলা হচ্ছে না লিটনের।