আগ্রাবাদ মাস্টার্স এবং নাইনটিজ উইলো জয়ী

1

নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের আয়োজনে এমেচার ক্রিকেট লীগে তৃতীয় আসরে ১৪ এপ্রিল দুটি খেলা অনুষ্টিত হয় কোয়ালিটি মাঠে। দিনের ১ম খেলায় আগ্রাবাদ মাস্টার্স ২ রানে হাক্কানী সি সি কে পরাজিত করে। হাক্কানী টসে জিতে ব্যটি করার সিদ্ধান্ত নেয় এবং ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে রফিক ৩০, রাহাত ৩৪, আরিফ ২৯ এবং তারেক ৩১ রান করেন। আগ্রাবাদের ইশতিয়াক ২৮ রান দিয়ে ৫টি করে উইকেট নেন। ১৭৯ রানের জবাবে ফারুক টিটো, অনিন্দ এবং মামিনের দারুন ব্যাটিংর এর সৌজন্যে খেলা টাই হয়।
ফারুক টিটো ৫২ রান, যেটি তার তয় অর্ধশতক এ টুর্নামেন্টে, অনিন্দ ২২ এবং মামুন ২৪ রান করেন। হাক্কানীর আরিফ বিল্লাহ ২৯ রান দিয়ে ৪টি উইকেট নেন। খেলা যখন সুপার ওভারে গড়ায় তখন টিটো ১টি ৬ সহ মোট ১১ রানের টার্গেট দেয় হাক্কানীকে। জবাবে হাক্কানী ক্লাব ৮ রান করতে সক্ষম হয়। আগ্রাবাদের ইশতিয়াখ তার চমৎকার বোলিং এর জন্য ম্যাচ সেরা হন। তার হাতে পুরস্কার তুলে দেন শাহাদাত হোসেন তানজিন, রিলেশানশীপ ম্যানেজার, পিএইচপি গ্রুপ। দিনের ২য় খেলায় নাইনটিজ উইলো ১২ রানে হয়াইট ফ্যালকনকে পরাজিত করে। টসে জিতে ব্যাট করে নাইনটিজ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে মাত্র ২০০ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাশেদ ৫৫, মাসুম ২৮,জকি ৪৮ এবং মানিক ২৭ রান করেন। ফ্যালকনের আব্দুল্লাহ মাসমি ২৯ রান দিয়ে ২টি উইকেট নেন।
২০১ রানের জবাবে ফ্যালকন ১০ উইকেট হারিয়ে ১৮৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সাইফুদ্দিন টিটু ২৮, তানিন ৩৭, আব্দুল্লাহ মাসুম ২৪ এবং রাফু ২৪ রান করেন। নাইনটিজের মানিক ৩১ রান দিয়ে ৪টি, ইমাম ২টি, মর্তুজা ২টি এবং ইমরান ২টি উইকেট নেন। নাইনটিজ উইলোর মানিক তার অলরাউন্ড নৈপুন্যের জন্য ম্যাচ সেরা হন তার হাতে পুরস্কার তুলে দেন রিয়াদ মাহমুদ, অর্থ সম্পাদক, সিএসটিসি হসপিটাল।