চট্টগ্রাম-১১ আসনের আওয়ামী লীগ প্রার্থী এমএ লতিফ এমপি গতকাল বৃহস্পতিবার ডবলমুরিং থানার আগ্রাবাদ ওয়ার্ডের আবিদার পাড়ায় গণসংযোগ করেছেন। বিকেল ৩টায় সিডিএ আবাসিক এলাকা, বলির পাড়া, বেপারী পাড়া, ছোটপুল ইসলাম মিয়া ও বাদশা মিয়া ব্রিক ফিল্ড এলাকা, বড়পুল, বাংলাদেশ ব্যাংক কলোনি ও সিজিএস কলোনিতে গণসংযোগ করেন। গণসংযোগকালে তার সাথে ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, ৩৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন মুরাদ, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ এইচএম সোহেল, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল আল ইব্রাহিম, মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক মো. আরিফসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।