গত ৯ এপ্রিল নগরীর আগ্রাবাদে (হোসেন চেম্বার, কমার্স কলেজ রোড আগ্রাবাদ) বাসমতি রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়। ফিতা কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। উপস্থিত ছিলেন ইন ল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হাজী শফিক আহমদ, একুশে পদক প্রাপ্ত ও মমতার প্রধান নির্বাহী লায়ন আলহাজ রফিক আহমদ, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফিউল আলম জুয়েল, দৈনিক আজাদী পত্রিকার চিফ রিপোর্টার হাসান আকবর, লায়ন্স ক্লাব ৩১৫ই এর ২য় ভাইস চেয়ারম্যান লায়ন কামরুজ্জামান লিটন, ফ্লেভারস ও বাসমতি রেস্টুরেন্টের ম্যানেজিং ডাইরেক্টর আলাউদ্দিন আল হাশেম, বাসমতি রেস্টুরেন্টের ডাইরেক্টর সৈয়দ হোসাইন রাইফ নুরুল ইসলাম রুবাব, মোশারফ হোসেন ভ‚ঁইয়া, চৌধুরী শাহাদাত হোসেন, ডাক্তার জে এম মুর্শিদ, আবরার ইবনে শিহাব, রুবাইয়াত, সৈয়দ হাসান খান ইউসুফজাই , দিলীপ এস রোজারিও, এইচ এম সালাউদ্দীন প্রমুখ। বাসমতি রেস্টুরেন্টে নিয়মিত খাবারের তালিকায় থাকবে বাংলা, চাইনিজ, থাই, ইন্দোনেশিয়ান, ইন্ডিয়ান এবং এরাবিয়ান খাবার। এছাড়াও থাকছে পার্টি হল বুকিং এর সুবিধা এবং বুফে। বিজ্ঞপ্তি