আগুনে পুড়ে গেছে পাহাড়তলীর দুই দোকান

1

নিজস্ব প্রতিবেদক

নগরীর পাহাড়তলি সরাইপাড়া ওয়ার্ডের লোহারপুল এলাকায় দু’টি দোকান আগুনে পুড়ে গেছে। এর মধ্যে একটি বেকারির দোকান অন্যটি গাড়ির ওয়ার্কশপ বলে জানা গেছে। গতকাল শনিবার ভোররাত ১ টার সময় এ ঘটনা ঘটে। এতে ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ভোররাত ১ টার দিকে বেকারির দোকানে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন পাশের ওয়ার্কশপে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ২ টার সময় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন অগ্নি নির্বাপক দলের কর্মীরা।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন, বেকারির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বেকারি ও ওয়ার্কশপ পুরোটাই পুড়ে গেছে। তবে এসময় ওয়ার্কশপে কোনো গাড়ি ছিল না। আগুনে প্রায় ১৬ লাখ টাকার মত ক্ষতি হয়েছে।