আগামী ৭ জুলাই হরতালের সমর্থনে সমাবেশ

142

বাম গণতান্ত্রিক জোট : গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবি ও গণদুর্ভোগের বাজেটের প্রতিবাদে আগামী ৭ জুলাই দেশব্যাপী বামজোট আহুত অর্ধদিবস (সকাল ৬টা-দুপুর ২টা) হরতালের সমর্থনে গত মঙ্গলবার চট্টগ্রামে বাম গণতান্ত্রিক জোট সমাবেশ করেছে।
বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা নেতা ও সিপিবি চট্টগ্রাম বিভাগীয় সভাপতি কমরেড মৃণাল চৌধুরীর সভাপতিত্বে নগরীর পুরাতন স্টেশন চত্বরে বিকাল অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সম্পাদকমÐলীর সদস্য অধ্যাপক কানাইলাল দাশ, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমি, বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা নেতা শফি উদ্দিন কবির আবিদ, বাসদ জেলা সমস্বয়ক আল কাদেরী জয়, আকরাম হোসেন প্রমুখ। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাম ঐক্য ফ্রন্টের নেতা গণমুক্তি ইউনিয়ন জেলা সভাপতি কমরেড রাজা মিঞা।
সভায় নেতৃবৃন্দ বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে সংসার খরচ, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম, শিল্প, কৃষি, পরিবহন সব খাতে জনগণের ব্যয় বাড়বে। গত ১০ বছরে সরকার নতুন কোন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও নতুন কুপ খনন করেনি। দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সকে বসিয়ে রেখে গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে বিদেশ থেকে উচ্চমূল্যে এলএনজি গ্যাস আমদানি করার অজুহাত তৈরি করা হয়েছে।
এর ফলে লাভবান হবে দেশী বিদেশী সিলিন্ডার ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম কমায় ভারত সরকার সিলিন্ডার প্রতি ১০০ রুপি দাম কমিয়েছে। অথচ বাংলাদেশে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির মিথ্যা অজুহাতে গ্যাসের দাম বাড়ানো হয়েছে, যা জনগণের সাথে চরম প্রতারণার সামিল। সমাবেশ শেষে হরতালের সমর্থনে একটি প্রচার মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাসদ (মার্কসবাদী) : গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবি ও গণদুর্ভোগের বাজেটের প্রতিবাদে আগামী ৭ জুলাই রবিবার দেশব্যাপী বামজোট আহুত অর্ধদিবস (সকাল ৬টা-দুপুর ২টা) হরতালের সমর্থনে গত মঙ্গলবার চট্টগ্রামে বাসদ (মার্কসবাদী) মিছিল সমাবেশ করেছে।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা কমিটির সদস্য শফি উদ্দিন কবির আবিদ, আসমা আক্তার, সত্যজিত বিশ্বাস, রতœা তনু প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম কমায় ভারত সরকার সিলিন্ডার প্রতি ১০০ রুপি দাম কমিয়েছে। অথচ বাংলাদেশে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির মিথ্যা অজুহাতে গ্যাসের দাম বাড়ানো হয়েছে, যা জনগণের সাথে চরম প্রতারণার সামিল। গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে শিল্প, কৃষি, পরিবহন সব খাতে জনগণের ব্যয় বাড়বে। এমনিতেই বাজেটে জনগণের ঘাড়ে ভ্যাট, ট্যাক্সের বোঝা চাপানো হয়েছে, উপরন্তু গ্যাসের দাম বৃদ্ধিতে জনগণ চরম অসহায় অবস্থায় নিপতিত হবে। বিজ্ঞপ্তি