স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের অলিম্পিক হিসেবে খ্যাত বাংলাদেশ গেমস। মাল্টি ডিসিপ্লিনের এই প্রতিযোগিতা আগামী বছর আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন।
১৯৭৮ সালে শুরু হওয়া বাংলাদেশ গেমস ২০০২ সালের পর দীর্ঘদিন বন্ধ ছিল। ২০১৩ সাল থেকে পুনরায় আবার এই গেমস শুরু হয়েছে। ২০১৭ সাল থেকে যুবদের জন্য আলাদা গেমসও আয়োজন করছে বিওএ। দুই বছর অন্তর অন্তর যুব ও বাংলাদেশ গেমস আয়োজন করে আসছে। সেই অনুযায়ী ২০২৫ সালে বাংলাদেশ গেমস ও ২০২৬ যুব গেমস আয়োজনের আলোচনা হয়েছে সভায়।
বিওএ গতকালকের এ সভায় সভাপতিত্ব করেছেন নবনির্বাচিত সভাপতি সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। অলিম্পিক ভিলেজ ছাড়াও বিওএ নতুন সভাপতি ফেডারেশন ও অনুশীলনের অবকাঠামোর বিষয়ে জোর দিয়েছেন।
ফেডারেশনগুলোর সমস্যা নিয়ে অলিম্পিক, জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয় বৈঠক করবে খেলার মান উন্নয়নের জন্য।
এদিকে নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর গতকাল প্রথম বিএও সভায় এসেই সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান সাফ জয়ী নারী দলকে এক কোটি টাকা পুরস্কার প্রদানে সিদ্ধান্ত জানিয়েছেন।
এর আগে সাফ চ্যাম্পিয়ন হয়ে সাবিনা খাতুনরা ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা পুরস্কার পেয়েছেন। এরপর সাউথ ইস্ট ব্যাংক থেকে পেয়েছেন আরেকটি সংবর্ধনা। বাফুফে দেড় কোটি ও বিসিবি ২০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে।