পটিয়া প্রতিনিধি
অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়া মাত্র নির্বাচনের জন্য সরকার প্রস্তুত আছে। আমরা নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আর যখনই সরকার ঘোষণা করবে, তখনই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি পটিয়া মাদ্রাসার ছাত্র, এ মাদ্রাসায় আমি শিক্ষকতাও করেছি। পটিয়া মাদ্রাসার সাথে আমার সম্পর্ক অনেক আগের। উপদেষ্টা হয়েছি তো কিছু দিনের জন্য, আমি আপনাদের সাথে আছি এবং থাকব।
গতকাল শনিবার দুপুরে পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া (পটিয়া মাদ্রাসা) পরিদর্শনে এসে জোহরের নামাজের পর তিনি স্থানীয় সাংবাদিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের উপস্থিতিতে এসব কথা বলেন।
মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পটিয়া মাদ্রাসার ছাত্র হওয়া গৌরবের। সময়কে কোনোভাবে নষ্ট করবেন না। প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।ওস্তাদের খেদমত করবেন। দৃষ্টি শক্তিকে আরও বড় করতে হবে। জীবন সংগ্রামে কে কি বলল, তা কর্ণপাত করা যাবে না। ফেসবুকের কোনো খারাপ মন্তব্যের জবাব দিব না। মুজাহিদদের কাফেলার মতো আমাদের অনেক দূরে যেতে হবে, পেছনে ফিরে থাকানোর সুযোগ নেই। সামনের দিকে অগ্রসর হতে হবে। এ মাদ্রাসা থেকে বের হয়ে আপনারাই একদিন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী, আলেম, ওলামা হবেন।
উপদেষ্টা বলেন, আমি জীবনে কোনো দিন কল্পনাও করিনি সরকারের এ গুরুত্বপূর্ণ দায়িত্বে যাব। উপদেষ্টা পরিষদ গঠনের ২৪ ঘণ্টা আগেও জানতাম না আমি রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে যাব। বঙ্গবভনে শপথ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে মন্ত্রী পরিষদের সচিবের ফোন, এরপর আমাকে ফকিরাপুল থেকে গাড়ি পাঠিয়ে নিয়ে যাওয়া। শপথ অনুষ্ঠানের পর আমাকে গাড়ি ও পতাকা দিয়ে যখন সবাই বের হয়ে যাচ্ছে, তখন আমি সচিবকে বললাম আমার তো থাকার জায়গা নেই ঢাকায়। তখন তিনি সরকারি একটি প্রশিক্ষণ কেন্দ্রের দুটি আলাদা রুমে থাকার ব্যবস্থা করে দিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল আউয়াল হাওলাদার, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, শায়খুল হাদীস মুফতি আহমদ উল্লাহ, শায়খুল হাদীস মুফতি শামসুদ্দিন জিয়া, মাদ্রাসা পরিচালক ও মুহতামিম মুফতি আবু তাহের কাসেমী নদভী, মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন আনোয়ারী, মুফতি মানজুর সিদ্দিক, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা সেলিম মাহদী, পটিয়া থানার (ভারপ্রাপ্ত) ওসি যুযুৎসু যশ চাকমা প্রমুখ।