সাতকানিয়া প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য,সাবেক প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরী এমপি বলেছেন, জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্নিং পয়েন্ট। এ নির্বাচনে সারাদেশে দেশ ও জাতির কল্যাণে সততা ও ন্যায় পরায়ণতার মানদন্ডে উত্তীর্ণ প্রার্থীদের নির্বাচিত করতে হবে । ইতিমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে সারা দেশের সংসদীয় আসনগুলোতে অত্যন্ত যোগ্য ও দেশ প্রেমিক নেতাদের প্রার্থী মনোনয়ন দিয়েছে। সকল ভেদাভেদ ভুলে ৩৬ জুলাইয়ের চেতনাকে সামনে রেখে নেই ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয় করা আহŸান জানান তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াত ইসলামির সাতকানিয়া পৌর শাখার কর্ম পরিষদ বৈঠকে প্রধান অতিথির এ কথা বলেন তিনি। সাতকানিয়া পৌরসভা আমির অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদের সভাপতিত্বে ও সেক্রেটারি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের মজলিসে সূরা সদস্য সাঙ্গু সাংগঠনিক থানার সাবেক আমির ডা. আব্দুল জলিল,সূরা সদস্য ও সাতকানিয়া পৌরসভার সাবেক আমির এম ওয়াজেদ আলী ও সাতকানিয়া পৌর জামায়াতের নায়েবে আমির শাহ আলম প্রমুখ।