আগামীতে টাকা পাচার করলে যা হবে

1

ভবিষ্যতে কেউ যাতে অর্থপাচার করতে না পারে, তার বন্দোবস্তই অন্তর্বর্তী সরকার করছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আমরা একটা রাস্তা তৈরি করে দিয়ে যাচ্ছি। ভবিষ্যতে যে সরকারই আসুক, পাবলিক সাইড হোক, প্রাইভেট সাইড হোক; টাকা-পয়সা আর পাচার করতে পারবে না। আমরা যে সংস্কার করছি সেটার মাধ্যমে আমরা ফুটপ্রিন্ট রেখে যাব। অ্যাটলিস্ট আমাদের পদাঙ্ক যেন পরবর্তী সরকার অনুসরণ করে যেতে পারে। খবর বিডিনিউজের।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর মেরুল বাড্ডায় ব্রাক বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘পলিসি ডায়ালগ অন ফিন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছিলেন উপদেষ্টা সালেহউদ্দিন।
দেশের অর্থনীতিতে যে গভীর ক্ষত হয়েছে, তা বাইরে থেকে কল্পনা করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, পৃথিবীর আর কোনো দেশের অর্থনৈতিক খাতে এত বিশৃঙ্খলা নাই। তার পরও দেশের যেটুকু উন্নয়ন হয়েছে, তাতে কৃষকদের বড় ভ‚মিকা আছে।
অর্থ উপদেষ্টা বলেন, আমাদের যেটা হয়েছে- উন্নয়ন কৌশলে ভুল ছিল। অর্থনীতিতে শুধু উন্নয়ন দেখানোর যে প্রবণতা, সেই উন্নয়ন কৌশল পরিবর্তন করতে হবে।
বেশিরভাগ নিত্যপণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের পরও দাম না কমার জন্য তিনি ‘চাঁদাবাজি ও মধ্যস্বত্বভোগীদের’ দায়ী করেন।
মধ্যস্বত্বভোগীদের দরকারও আছে মন্তব্য করে সালেহউদ্দিন আহমেদ বলেন, কিন্তু তাদের কারণে হাত ঘুরে পণ্যের দাম বাড়ে। হাত কমানোর চেষ্টা করা হচ্ছে।