আখতারুজ্জমান বাবুর মৃত্যু বার্ষিকীতে স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি

41

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রয়াত প্রবীণ নেতা আখতারুজ্জমান চৌধুরী বাবুর মৃত্যুবার্ষিকীতে উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামী ৪ নভেম্বর মইজ্জ্যারটেক আখতারুজ্জমান বাবুর চত্ত¡রস্থ মসজিদে দেয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে। এছাড়া বাবুর কবর জেয়ারত ও পুস্পমাল্য অর্পনের কর্মসূচিও রয়েছে সেচ্ছ¡সেবকলীগের। এ উপলক্ষে গত বৃহস্পতিবার কর্ণফুলী উপজেলা পরিষদের অস্থায়ী হল রুমে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি আজিম উদ্দিন সাগর, আবদুল জলিল লিটন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ হারুন, লোকমান উদ্দিন রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ খান আরজু, সাংগঠনিক সম্পাদক পারভেজ খান প্রমুখ।