আকুবদন্ডী ফুটবল একাডেমির জার্সি উন্মোচন

1

বোয়ালখালী প্রতিনিধি

সিডিএফএ মেয়র একাডেমি কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ (অনুর্ধ ১৩) অংশ গ্রহণের লক্ষ্যে বোয়ালখালীতে আকুবদন্ডী ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আকুবদন্ডী ক্রীড়া সমিতির উদ্যেগে এ জার্সি বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক টিটুন দে টিটুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক পার্থ সারথি চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছের, ক্রীড়া সম্পাদক সাইফুদ্দিন শরিফ, নুর হোসেন, মো. শফিউল করিম, ডা.সৈয়দ মো. হোসেন ফাহাদ, প্রশিক্ষক আব্দুর শুক্কুর রানা, মো. রুবাই, অন্তু নাথ ও মো. রিজভী।